চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ইদ্রিস আজগর এর শ্রদ্ধেয় বড় ভাই মরহুম আলহাজ্ব মুহাম্মদ আলী ফাতেহা শরীফ উপলক্ষে মেজবানের আয়োজন করেন পরিবারবর্গ।
মঙ্গলবার(৭নভেম্বর) সকালে চন্দ্রঘোনা আদুনগর নিজ বাসভবনে চলে মেজবান। মেজবানে প্রায় পাঁচ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন বলে জানান চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর। সকাল ১১ টা থেকে মেজবান শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে বলেও জানান।
এ সময় তিনি বলেন আমার পরিবারের ছায়া ছিল বড় ভাই,তার মৃত্যুতে আমিসহ আমার পরিবার খুবই মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার,রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী,রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার , চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ এর সদস্য আকতার হোসেন খান, আলহাজ্ব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,সাংবাদিক জিগারুল ইসলাম জিগারসহ চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ,রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগ,পৌরসভা আ’লীগ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আ’লীগের নেতা-কর্মীরা জানান, মোহাম্মদ আলী একজন একনিষ্ঠ আ’লীগের কর্মী ছিলেন। আজকে তার ফাতেহা শরীফ উপলক্ষে মেজবানের উছিলায় তার আত্মার মাগফিরাত কামনা করছি।