চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার এতিমখানা নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(৩ মার্চ)সকালে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব এমরুল করিম রাশেদসহ অতিথি ও মাদ্রাসা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা পরিচালনা পরিষদ এর সহ সভাপতি আলহাজ্ব এমদাদুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সহকারী আলহাজ্ব এমরুল করিম রাশেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোজাহেরুল হক রফিক,স্বাগত বক্তব্য রাখেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী,উদ্বোধক ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার পরিচালনা পরিষদ এর বিদ্যাৎসাহি সদস্য আবু তাহের মেম্বার।
সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী অধ্যাপক সাইফুল আলম মাসুদ, অভিভাবক সদস্য আহসান উল্লাহ,সাবেক সদস্য আনোয়ার আজিজ, মাহাফুজুর রহমান চৌধুরী,পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন রজভী,সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবী,সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম, এস.এম.মঈন উদ্দিন,হাজী মনির আহমদ,ছৈয়দুল আলম, পোমরা ৪ নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, পোমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এম.এ বাবুলসহ
মাওলানা আনোয়ার হোসাইন,মাওলানা এস.এম. আবদুল কাদের, মাস্টার রফিকুল ইসলাম, সাইদুল আলম,মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ এয়াকুব,মাওলানা হাছান মঈন উদ্দিন, সৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,জাকির হোসেন সওদাগর,রাসেল সওদাগর, কামাল আহমদ সাইফু,এম.আর মামুন, আল আমিনসহ মাদ্রাসার সকল শিক্ষক- কর্মচারী ও স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধান অতিথি আলহাজ্ব এমরুল করিম রাশেদ সহ বিশেষ অতিথি মাদ্রাসার প্রবেশ করলে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার পরিচালনা পরিষদ ও শিক্ষক-কর্মচারী।
পরে দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন মাওলানা ইয়াছিন রেজভী।