

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং ২০২২ সালে প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার(৬ মার্চ) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. লোকমানুল হক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু চৌধুরী ও আবু জাফরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি পারভেজ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটি ও পিটিআই এর সদস্য মোতাহের হোসাইন,মো. আলমগীর,মনোয়ার করিম,জেয়াসমিন সুলতানা, রেশমা সুলতানা,তাহিনা খানমসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলী বড়ুয়া, নূরজাহান বেগম,সৈয়দা লুৎফুন্নেছা,রুনা ইয়াছমিন, নন্দিতা চৌধুরী,শাকিলা ইয়াছমিন প্রমূখ।

আলোচনা সভার শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।