চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দক্ষিণ নোয়াগাওঁ ফকিরখীল এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক সহকারী মাওলানা হাজারো শিক্ষার্থীর ওস্তাদ ও মসজিদের খতিব মরহুম মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদি (প্রকাশ-জিহাদি হুজুর) এর ফাতেহা উপলক্ষে প্রায় তিন হাজার মানুষের খাবার বা মেজ্জানের আয়োজন করেন পরিবারবর্গ।
বুধবার দিনব্যাপী এ মেজ্জান দক্ষিণ নোয়াগাওঁ ফকিরখীল এলাকায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে পরিবারের চারকক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা যায়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলাধীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষার্থী,স্থানীয় মান্যগন্য ও সাধারণ জনগণসহ বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপজেলা পৌরসভা আ'লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মরহুমের সন্তান আবু তাহের জানান, তার পিতা এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি জীবদ্দশায় মসজিদে খতিবের দায়িত্ব পালন করাসহ মসজিদে সভাপতির দায়িত্ব পালন করছে এবং সমাজের মানুষের সেবা করার চেষ্টা করেছেন।