চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় গুলশানে আহলে সুন্নাত মাইজ পাড়া ইসলামী ফুটন্ত ফুলের আসর এর দুই দশক প্রতিষ্ঠার পৃর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী সুন্নী সম্মেলন সম্পন্ন হয়েছে।
রোব,সোম ও মঙ্গলবার (২৬,২৭ ও ২৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়স্থ মাঠ প্রাঙ্গণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিবসে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বে করেন হাফেজ মাওলানা সৈয়দ রুহুল আল কাদেরী, মাওলানা ইদ্রিস রেজবী আত্তারী ও মাওলানা নুরুল আমিন কাদেরী।
সংগঠন এর সভাপতি নাছির উদ্দীন,সাধারণ সম্পাদক জিয়াউর হক সম্রাট ও নুরুল আজিম এর যৌথ সঞ্চালনায় সুন্নী সম্মেলনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিবসে প্রধান অতিথি ছিলেন সৈয়দবাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ),মাইজভান্ডার দরবার শরীফের শাহজাদা পীরে তরিকত সাইয়্যিদ মাশুক- এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ) ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
সম্মেলনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিবসে উদ্বোধক ও প্রধান আর্কষক ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী,প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী,বাংলাদেশ সরকার এর মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর একান্ত সহকারী আলহাজ্ব এমরুল করিম রাশেদ,পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী, সংগঠন এর প্রেসিডিয়াম সদস্য ইলিয়াস উজ-জামান,মুহাম্মদ হাসান ইমাম।
সুন্নী সম্মেলন বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, মুফতি ফরমান আলী রজবী, মুফতি এহসানুল হক মুজাদ্দেদী,মুফতি মাসউদ রেজবীসহ স্থানীয় আলেম ও ওলামা।
এছাড়াও সংগঠন এর উপদেষ্টা মুহাম্মদ জানে আলম,আলহাজ্ব জহির আহমেদ,সেলিম মেম্বার, আবদুল গাফফার,ফজল করিম, মুহাম্মদ হোসেন,প্রবাসী ওসমান গনি, সালাহউদ্দিন,আনোয়ার হোসেন, ওসমান, শহিদুল ইসলাম, আবদুল মান্নান, বাদশা,জমির, আজিমসহ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।