চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চৌধুরী গোট্টা ফুটবল একাদশ। তারা কোদালা রংধনু স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার চন্দ্রঘোনা- কদমতলি ইউনিয়নের নবগ্রাম ইউনিটি ফ্রেন্ডস সার্কেল ও নবগ্রাম প্রবাসী কল্যান সমিতির আয়োজনে স্থানীয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর প্রবাসী জালাল উদ্দিন মদিনা। সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. মাহাবুব আলম।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাকসুদ বিন আল ইমরানের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর আলী, চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, টুর্ণামেন্ট পরিচালনা কমিটি মোহাম্মদ ফিরোজ মো. মোশারফ ,মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ ছোটন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ হেলাল, মো. বেলাল প্রমুখ।
রেফারি মুক্তি সাধন বড়ুয়া ও ওয়াহিদুর আলম এর পরিচালনায় ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে
খেলায় কোদালা রংধনু স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চৌধুরী গোট্টা ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।