চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার সংবর্ধনা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরফভাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) সকালে সরফভাটার খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ ফরিদ উদ্দীন চৌধুরী।
সংবর্ধনা ও শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আতাউল গনি ওসমানী,সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সরফভাটা নেছারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা নাছির উদ্দীন কাদেরী। প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতা মুহাম্মদ সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী,ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আবদুর রউফ,সহসভাপতি সামশুল ইসলাম,সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ আলহাজ্ব হারুন, ইউপি সদস্য মাহাবুব আলম,নুরুল আলম,শহিদুল্লাহ চৌধুরী,সাইফুদ্দিন আজম,আব্দুল মোনাফ,দিদারুল আলম খোকন,খোরশেদ আলম সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব সানি,ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিন উদ্দীন,সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সকাল থেকে সরফভাটা ইউনিয়নে অবস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদরাসা ও কে.জি স্কুলসহ ২৬ টি প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন এছাড়াও দেশ স্বাধীনতা অর্জনে অবদানকারী সরফভাটা ইউনিয়নের ১০জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ, দেশাত্মবোধক গান, পাহাড়ি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।