

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বটতলী ফুটবল একাদশ র্কতৃক আয়োজিত দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৭ডিসেম্বর) সকালে সরফভাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেহেরিয়া মাদ্রাসার পশ্চিম পাশে মাঠ প্রাঙ্গণে শুভ উদ্বোধন করা হয়।

মুহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এম রফিকুল ইসলাম।
বটতলী ফুটবল একাদশের সদস্য মোহাম্মদ রহমত উল্লাহ ও মোহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সদস্য সাকিল, ইসমাইল,সরফভাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন শাহাদাত, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলামসহ মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন,মোহাম্মদ ইদ্রিস,আবুল কাশেম, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ বটতলী ফুটবল একাদশের সদস্য মোহাম্মদ তামজিদ, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ পাবেল, মোহাম্মদ করিম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আতিক প্রমূখ।
