

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি ও যুব সমিতি,পোমরা ইউনিয়নে পশ্চিম পোমরা ৫নং ওয়ার্ড শাখার আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে পশ্চিম পোমরা বুড়ির দোকানস্থ রাঙ্গুনিয়া শামসুল উলুম মছিহিয়া সুন্নীয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নসিহতসহ মোনাজাত করেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাত এর মহাসচিব পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (ম.জি.আ)।

রবিউল হোসেন মুন্না এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী, মাওলানা এস.এম আবদুল কাদের,মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা আবদুর গফুর, হাফেজ মাওলানা আজাদ হোসাইন,স্থানীয় মসজিদের খতিব ও পেশ ইমামসহ উপজেলা, পোমরা ও ওয়ার্ড গাউছিয়া সমিতি ও যুব সমিতির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করেন সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (ম.জি.আ)। ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে বাদে আছর খতমে কুরআন ও খতমে গাউছিয়া শরীফ আয়োজন করা হয় এতে বিভিন্ন আলেম ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
