

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী প্রসিদ্ধ খাবার প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং। রোববার (১৭ ডিসেম্বর) বিকালে ফিতা এবং কেক কেটে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রীর ছোট ভাই এন.এন.কে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ,দোকানের মালিক মোহাম্মদ রাসেল সওদাগর ও মুহাম্মদ ফারুক।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি,পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার,পৌরসভা আ’লীগের সভাপতি আরিফুর ইসলাম চৌধুরী ,সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,সহ সভাপতি আবু তাহের, রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাফর সালেক সিকদার,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি সিআইপি আলহাজ্ব কেরবান আলী,উপজেলা যুবলীগের সভাপতি বি.কে.লিটন চৌধুরী, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার,পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল তালুকদারসহ বিভিন্ন স্তরের মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল বলেন,বিশ্বস্ত খাবারের বিশ্বস্ত নাম বনফুল। সেই বনফুল শাখায় সবাইকে আসার আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ খাবারের গুণগত মান ঠিক রেখেই আপনাদের সেবা দিয়ে যাব।

নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদ মাহমুদ,বনফুল বাংলাদেশ এর একটি সুপরিচিত ও বিখ্যাত প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের শাখা আমাদের রাঙ্গুনিয়ায় এ পেয়ে আমরা আনন্দিত। তবে আমরা একটা জিনিসই চাইব যেন খাবারের মান ঠিক থাকে।

বনফুল প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, পুরো এলাকা পর্যবেক্ষণ করে মনে হলো যে এলাকাটি উপযুক্ত। তাই সব কিছু বিবেচনা করে এ প্রতিষ্ঠানটি এখানে দেওয়া হয়েছে। বিশ্বস্ত খাবারের বিশ্বস্ত নাম হচ্ছে বনফুল কোং।তাই সকলকে বনফুল পরিবারের সাথে থাকার অনুরোধ রইলো।
