

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ ঘাটচেক ইউনিট শাখার উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ ঘাটচেক আল আযেশা (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দিন এর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আমির হোসেন।
মাহফিলে কুরআন ও সুন্নাহ আলোকে বক্তব্য রাখেন মাওলানা মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী,আলহাজ্ব মাওলানা মনজুরুল ইসলাম কাদেরী,মাওলানা সৈয়দ কাউছারুল আনোয়ার কাদেরী,মাওলানা ইমাম শরীফ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা আবদুল আজিজ।

মাহফিলে গাউছিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ ঘাটচেক ইউনিট শাখার সকল স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।