চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলা শাখা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শনিবার (১৮ মে)বিকালে উপজেলার মরিয়ম নগরস্থ একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক কাদেরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হাছান, প্রধান কাউন্সিলর ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা নাছের,অর্থ সম্পাদক সৈয়দ আবু বক্কর প্রমূখ।
উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা ইলিয়াস নঈমী,উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী,সহ সভাপতি করিম উদ্দিন হাছান,সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মাহামুদুর রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল কাদের,অর্থ সম্পাদক সালাহ উদ্দিন নেজামী,সহ অর্থ সম্পাদক ছানাউল্লাহ,রাঙ্গুনিয়া উত্তর যুবসেনার সভাপতি শহিদুল ইসলাম খোকন, দক্ষিণের অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন,ছাত্রসেনা উত্তরের সভাপতি জয়নাল আবেদীন, দক্ষিণের সভাপতি শাহে ইমরান রনি, সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফিসহ উপজেলা ও ইউনিয়ন ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে মাওলানা করিম উদ্দিন হাসান কে সভাপতি, মাষ্টার মাহামুদুর রশিদ মাসুদকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ছানাউল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন প্রধান কাউন্সিলর অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন।
পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসান ও মাহামুদুর রশিদ মাসুদকে উপজেলা ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনা ও ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।