চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা রোববার(২৫ আগষ্ট) বিকালে মরিয়ম নগর চৌমুহনীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজম খাঁন,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান,যুগ্ম আহবায়ক ফজলুল হক, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি আহবায়ক আহমদ ছাপা,সদস্য সচিব আবদুল ছালাম,আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল হক তপন,মুজিবুল আলম মুজিব,ওসমান গনি, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের আহবায়ক আবদুল মোতালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম. মুরাদ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দর হোসেন সদস্য সচিব এস.এম.লোকমান, রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ যুবকদের আহবায়ক শাহাজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় আগামী ৩১ শে আগষ্ট বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী ও ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী সফল ও সার্থক করার আহবান জানান।