রাঙ্গুনিয়ায় জামাত-বিএনপির আগুনসন্ত্রাস,নৈরাজ্যে ও নাশকতার বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিচ আজগর নেতৃত্বে আধুরপাড়া ও হাবিবপাড়ার জনসাধারণ ও মসজিদের মুসল্লীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার(৯নভেম্বর)সকালে সর্বস্তরের জনসাধারণ ও মুরুব্বীদের নিয়ে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সর্দার আবদুল মালেক, আবুল কাশেম, ইস্কান্দার,আবদুল খালেক,মাহাবুবুল আলম,আমিরুজ্জামান, আবদুল রহিম,আবদুল কাদের,বীর মুক্তিযোদ্ধা কালো,রহমত উল্লাহ,শামসুল আলম,অলী আহমেদ, নবীর হোসেনসহ আ"লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব ইদ্রিস আজগর বলেন, তথ্য ও সম্প্রচার ন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র নেতৃত্বে রাঙ্গুনিয়া একটি অসম্প্রদায়িক চেতনার শান্তির জনপদে পরিণত হয়েছে। এই উপজেলায় রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ-মন্দিরসহ নানা সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি সেক্টরে উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন এসেছে। শান্তির সুবাতাস আজ সর্বত্র বিরাজ করছে। কিন্তু শান্তির এই জনপদকে একটি চিহ্নিত গোষ্টি অশান্ত করার প্রয়াস চালাচ্ছে। সম্প্রতি সন্ত্রাসী কায়দায় দাড়িয়ে থাকা দুটি বাস ভাংচুর ও একটি বাস পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া রাতের আধারে পাথরবাহী দুটি ট্রাকের একটি ভাংচুর এবং অপরটি পুড়িয়ে দেয়া হয়েছে। এসব নাশকতার প্রতিবাদে সমাজের সচেতন মহল আজ ক্ষুব্দ। এর অংশ হিসেবে মসজিদের মুসল্লীরাও আজ নাশকতা ঠেকাতে সড়কে অবস্থান নিয়েছে। শান্তির জনপদ রাঙ্গুনিয়ায় কেউ অশান্ত করার চেষ্টা করলে এভাবে সাধারণ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুশিয়ারি করেন চেয়ারম্যান ইদ্রিস আজগর।