আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বিএসপি)'র মনোনীত পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম মাইজভান্ডারি চট্টগ্রাম -৭, ( রাঙ্গুনিয়া - বোয়ালখালী আংশিক) আসনের মনোনয়ন ফরম জমা দিয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রাঙ্গুনিয়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী কাছে ফরম জমা দেন পদপ্রার্থীসহ নেতাকর্মী।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার (রাঙ্গুনিয়া - বোয়ালখালী আংশিক) এর একটি অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-০৭ সংসদীয় আসন। আসনটিতে বর্তমান সরকারের টানা তিন মেয়াদেরও বেশি সময় ধরে সংসদ সদস্য হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী কেন্দ্রীয় আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকে বিশিষ্ট সংগঠক এডভোকেট ইকবাল হাছান ও পদপ্রার্থী হয়েছেন।