

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়ন আ’লীগের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী জোন কমিটির (মধ্যম) সমন্বয় সভা শনিবার (১৬ ডিসেম্বর)বিকালে মরিয়ম নগর চৌমুহনীস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

মরিয়মনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নির্বাচনী সমন্বয়ক আলহাজ্ব শাহাজাহান সিকদার।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি,সদস্য এখতেয়ার হোসেন বাবুল,সদস্য কামরুল ইসলাম চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল রহিম, সদস্য সিরাজুল করিম সিকদার,সদস্য আরজু সিকদার, মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু,স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল্ উল্লাহ, উপজেলা আ’লীগের সদস্য আবুল কালাম আজাদ,সদস্য শওকত হোসেন সেতু, প্রমূখ।

এছাড়াও নির্বাচন পরিচালনা সেন্টার কমিটির আহবায়ক যথাক্রমে আবদুল নবী, আইয়ুব রানা, আহমদ মিয়া, আবুল ফয়েজ বাদল, সুলতানুল আলম, আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিসসহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীশাহ,মরিয়ম নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমায়ুন কবির সুমন, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশা, ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক তানবীর হোসেনসহ মরিয়ম নগর ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
