চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম শেখ নজরুল ইসলাম(প্রকাশ নুরু স্যার) স্মৃতি ৫ম তম লংপিছ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন খেলা শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকালে চম্পাতলী খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শেখ নজরুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ নাঈমুল হক এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট আয়েশা আকতার, বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন আ'লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, উদ্বোধনী বক্তব্য রাখেন বেতাগী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক এম.এ হান্নান চৌধুরী,স্বাগত বক্তব্য রাখেন মরহুম শেখ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান বেতাগী ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম দিদারুল ইসলাম ।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তানজিল আহমেদ জয় এর সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক জাকিরুল ইসলাম চৌধুরী মুরাদ,বেতাগী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জানি আলম তালুকদার, বেতাগী ইউনিয়ন আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি মোহাম্মদ সৈয়দ সাঈদ, ইউপি সদস্য ডাক্তার রাজু দে, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রনব কুমার দে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নেছার চৌধুরী,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফতাব হোসেন শুভ,সহ সভাপতি রায়হান,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ,ধর্ম বিষয়ক সম্পাদক মামুন, মোহাম্মদ সাইম, মোহাম্মদ শাওয়াল, আরফাত,জসিমসহ স্মৃতি সংসদে নেতৃবৃন্দ।
আম্পিয়ার বাবু কুনাল বড়ুয়া ও বাদশা মিয়া এর যৌথ পরিচালনায় খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন বেতাগী মানবিক ফাউন্ডেশন বনাম কোয়ে পাড়া চৌধুরী কিংস ক্রিকেট একাদশ। খেলায় কিংস কোয়ে পাড়া ক্রিকেট একাদশকে বিশাল ব্যবধান নয় উইকেটে পরাজিত করে বিজয়ী হয় বেতাগী মানবিক ফাউন্ডেশন।