নিজের মেধা ও মননকে ইসলামী দ্বীনি শিক্ষার প্রচার, প্রসার ও খেদমত করার উদ্দেশ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের লোভনীয় চাকুরি ছেড়ে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় আরবি প্রভাষক পদে যোগদান করেন মেধাবী ও চৌকস ব্যাংকার আনোয়ার হোসাইন শাওন।
সোমবার ( ১১ ডিসেম্বর) সকালে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অফিস কক্ষে স্বাক্ষাৎতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন গত বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী ব্যাংক, নোয়াপাড়া শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী নেন।
তিনি বলেন, আমি ২০১৫ সালে (এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড) গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি -তে অফিসার পদে যোগদান করে বিদায়ের আগ পর্যন্ত নোয়াপাড়া পথেরহাট শাখায় ইনভেস্টমেন্ট ইন-চার্জ পদে কর্মরত ছিলেন। যোগদানের পর থেকে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংক এর বিভিন্ন শাখায় সুনামের সাথে কর্ম দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মাসিক প্রায় ৮০ হাজার টাকার বেতন পেতেন।
ব্যাংকের লোভনীয় চাকুরী ইস্তিফা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরো বলেন-ব্যাংকের চাকুরীতে দুনিয়া আছে ঠিকই কিন্তু আখেরাত তেমন নাই বললেই চলে। কিন্তু মাদ্রাসার দ্বীনি খেদমতে দুনিয়াও আছে আখেরাতও আছে। মাদ্রাসার দ্বীনি খেদমত ও কোরআন, হাদীস চর্চার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথ সহজ হয়।তাছাড়া ছোট বেলা থেকে আমার লালিত স্বপ্ন ছিলো বড় হয়ে একজন যোগ্য আলেম হিসেবে মাদ্রাসায় অধ্যাপনা করবো এবং দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দেবো, মহান আল্লাহ আমার সেই লালিত স্বপ্ন পূরণ করেছেন।। আলহামদুলিল্লাহ।। এসব বিষয় আমাকে ব্যাংকের চাকুরী থেকে ইস্তিফা দিয়ে দ্বীনি শিক্ষায় আসতে অনুপ্রাণিত করেছে।।
প্রসঙ্গত, শিক্ষা জীবনে খুবই প্রখর মেধাবী ও কৃতিত্ববান মুহাম্মদ আনোয়ার হোসেন শাওন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় এবতেদায়ী পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে ঐ ক্লাস থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে ১৯৯৬ সালে টেলেন্টফুলে প্রথম স্থানে স্কোলারশীপ লাভ করেন। ২০০২ সালে নতুন চালু হওয়া জিপিএ ভিত্তিক দাখিল পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড নিয়ে উপজেলা মাদ্রাসা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।।
উচ্চতর শিক্ষার জন্য এশিয়া খ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা হতে আলিম (২০০৪) ফাযিল (স্নাতক) (২০০৭) ও কামিল (এমএ) হাদীস পরীক্ষায় স্টার মার্কসহ কৃতিত্বের সাথে শেষ করেন পাশাপাশি চট্টগ্রাম কলেজ হতে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে এমবিএ পাশ করেন। এছাড়াও চট্টগ্রাম ল’ কলেজ হতে এল.এল.বি পাশ করেন।
উল্লেখ্য তিনি রাউজানস্থ বাগোয়ান ইউনিয়ানধীন গশ্চি গ্রামের গাজী মুন্দার পাড়ার মরহুম আতর আলীর নাতি ও মরহুম ছকিনা বেগমের গর্বিত সন্তান।।