আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া ও রায় প্রত্যাশা করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওমর ফারুক।
রোববার (২১ এপ্রিল) সকালে নমিনেশন ফরম জমা দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তা এর কাছে। এ সময় জেলা ও উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি অভিমত ব্যক্ত করে বলেন, আধুনিক রাঙ্গুনিয়ার রুপকার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র উন্নয়নকে বেগবান ও গতিশীল করতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।
তিনি আরো বলেন,বিদ্যালয়ে পড়ার সময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হই। স্কুল ও ইউনিয়ন ছাত্রলীগের গন্ডি পেরিয়ে রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই এবং জামাত- শিবির-ছাত্রদলকে প্রতিরোধ করি। পরবর্তীতে ২০০১ সালের পর চরম দুঃসময়ে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাথে আন্দোলন সংগ্রামে নিজেকে সক্রিয় রাখি। ২০০৬ সালের ১/১১ পর থেকে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করি। ২০১০ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলনের পর গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২০১৮ সালের ২৭ শে ফেব্রুয়ারী পর্যন্ত দায়িত্ব পালন করি এবং জামাত-হেফাজত-বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেতা-কর্মী সহ সক্রিয় অংশগ্রহণ করি। ২০১৭ সালে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হই পরবর্তী আমাকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে অধ্যবধি আওয়ামী যুবলীগের সকল কর্মসূচি পালন করি এবং আমার নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশক্রমে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল প্রকার কর্মসূচিতে অংশ গ্রহন করি। আমাকে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করার আহবান জানান।
প্রসঙ্গত,ওমর ফারুক সম্প্রতি বিদায়ী আরজু সিকদার ও ইউনুসের পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বখতিয়ার সাইদ ইরান ও আবু তৈয়ব কমিটি কমিটির সাবেক সহ-সভাপতি, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের মোহাম্মদ ইউনুচ, বদিউর খায়ের চৌধুরী লিটন ও আবু তাহের কমিটি কমিটির সাবেক সদস্য এবং চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।