আসন্ন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখর বিশ্বাস-কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন তালা মার্কায় প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক ওমর ফারুক।
রোববার (১১ মে) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগ এর দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বাবু শেখর বিশ্বাস-কে সমর্থনে দিয়ে বক্তব্য প্রদান করেন।
উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, ধর্ম বিষয়ক সম্পাদক পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিচ আজগর, সদস্য ইফতেখার হোসেন বাবুল, সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতা মীর গোলাম মোস্তফা বাবুল,নুরুল আবছার তালুকদার,ইলিয়াছ তালুকদার, আরিফুল ইসলাম চৌধুরী,সাজ্জাতুল ইসলাম খোকন,বদিউজ্জামাল বদি, সৈয়দুল আলম তালুকদার, মো. আলমগীর, ভাস্কর সাহা, জালাল উদ্দিন, প্রভাত কুসুম বড়ুয়া, বদিউল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাস, ওমর ফারুক প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবদুল রহিম, মুজিবুর রহমান সরফী,জাহাঙ্গীর আলম,আবুল হাশেম সওদাগর,হালিম আবদুল্লাহ, মাহামুদুর হাছান বাদশা,মোহাম্মদ সেলিম,মাস্টার মুসলিম উদ্দিন, শৈবাল চক্রবর্তী,ডাক্তার আবুল ফজল,মাস্টার ইস্কাটন, আবদুল হান্নান চৌধুরী, মোরশেদ তালুকদার,শিমুল গুপ্ত, রাসেল রাসু, সোহেল রানা,বাবু প্রণব কুমার দে, টিপলু নাথসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহুর্তে শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী ওমর ফারুক নির্বাচন থেকে সরে দাড়ানোর ফলে শেখর বিশ্বাসের জয় অনেকটা নিশ্চিত।