চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার দাতা সদস্য ও রোশাই পাড়া জামে মসজিদ এর মোতোয়ালি মরহুম হাজী আবদুল শুক্কুর এর বড় সন্তান আলহাজ্ব মুহাম্মদ নুরুন্নবী এর জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(৫মার্চ)রাতে পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার প্রাঙ্গণে মরহুমের সুযোগ্য সন্তান হাফেজ সালাহউদ্দিন এর ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবসেনার সাধারণ সম্পাদক অধ্যাপক এমরানুল ইসলাম জাবেদ এর সঞ্চালনায় জানাযার পূর্বে মরহুমের স্মৃতি চারণ করেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী,মাদ্রাসা গর্ভনিং পরিষদের সহ সভাপতি ও মরহুম হাজী আবদুল শুক্কুর ও হাজী আবদুল শহীদ এর নাতী এমদাদুল হক খোকন,শফিউল আলম, ইউপি সদস্য আবু তাহের মেম্বার, আকতার হোসেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী।
জানাযায় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,পোমরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিনসহ সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
,
এদিকে হাজী নুরুন্নবী এর মৃত্যুর খবর শুনে পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার শিক্ষক -কর্মচারী ও শিক্ষার্থী খতমে কুরআন,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মাদ্রাসা কতৃপক্ষ।