

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি, মরিয়ম নগর ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়সহ মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৫ অক্টোবর) বিকালে মরিয়ম নগর চৌমুহনী স্থ পাগলা মামা গেইটের সামনে দলীয় কার্যালয়সহ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।

মরিয়ম নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মুহাম্মদ সৈয়দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিস আজাদ, প্রধান বক্তা ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সার্জেন্ট মুহাম্মদ আবুল হাশেম।
মরিয়ম নগর ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা নুরুল আজিম,আবদুল করিম রানা, সরফভাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, বেতাগী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলাইমান,সাবেক ছাত্রনেতা মুফাজ্জফর হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম দৌলত, সিনিয়র সদস্য ইয়াকুব আলী প্রমূখ।

আরো বক্তব্য রাখেন মরিয়ম নগর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র ও সভাপতি ও সাধারণ সম্পাদক সভাপতি শামসুল আলম মাস্টার, নুরুল আবছার, ইসমাইল হোসেন, ওসমান, রফিক আহমদ,আবদুল রাজ্জাক, আবদুল জলিল মেম্বর, মুহাম্মদ আজম, মোহাম্মদ ইমরান, নজরুল, মহিন উদ্দিন ময়ুর, ইউনুস, দেলোয়ার, ইফতেখার হোসেন কাজল, শাসুল মাঝি,মোহাম্মদ ইউসুফ সওদাগরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।