চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ )সকালে মাদরাসার মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা প্রভাষক নিজাম উদ্দিন,আরবি প্রভাষক মুহাম্মদ শরীফ, জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, ইংরেজি প্রভাষক শরীফ নজরুল ইসলাম,সহকারী মাওলানা এস.এম.আবদুল কাদের,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা হাসান মঈন উদ্দীন, সহকারী শিক্ষক সাইদুল আলম,তানিয়া সুলতানা জেসমিন, আইসিটি শিক্ষক আরিফুর ইসলাম, এবতেদায়ী ক্বারি মাওলানা জকরিয়া, অফিস সহকারী খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও কর্মচারী।
পরে দেশ,জাতীয় উন্নতি,সকল শহীদ ও তাঁর পরিবার স্বজনদের আত্মার মাগফেরাত করে মোনাজাত করেন মাওলানা এস.এম. আবদুল কাদের।