চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (২১ ফেব্রুয়ারি)সকালে মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইয়াছিন রেজভীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর কাদেরী, স্বাগত বক্তব্য রাখেন সভার আহবায়ক সহকারী অধ্যাপক শরিফ নজরুল ইসলাম।
জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় মাদ্রাসার কর্মরত সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতীয় উন্নতি ও ভাষা শহীদে নিহত সকলের পরিবারের স্বজনদের আত্মার মাগফেরাত করে মোনাজাত করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইয়াছিন রেজভী।