নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানে চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসায় বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসার হল রুমে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই তুলে দেন বিতরণ অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর আল কাদেরী। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসব করেন।
ইতিহাস প্রভাষক মাওলানা কুতুব উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন রেজভী,সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম,এস.এম.মঈন উদ্দিন,সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা মুহাম্মদ শরীফ, মাওলানা আনোয়ার হোসাইন,সালেহা আকতার,সহকারী মাওলানা এস.এম.আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান,মাওলানা মুহাম্মদ এয়াকুব,মাওলানা হাসান মঈন উদ্দিন,সৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,সাইদুল আলম,মোহাম্মদ হোসেন, আরিফুর ইসলামসহ খোরশেদ আলম,দেলোয়ার হোসাইন, কাউছার মিয়া প্রমূখ।