চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার নবনির্মিত নতুন এতিমখানা ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন সরফভাটার সামাজিক,সেচ্ছাসেবী ও মানবিক দাতব্য প্রতিষ্ঠান নাহার গ্রুপ। পরিদর্শন শেষে নাহার গ্রুপ এর চেয়ারম্যানসহ পরিচালকবৃন্দ-কে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (১০ এপ্রিল) বিকালে মাদ্রাসার অফিস কক্ষে পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাদ্রাসার গর্ভনিং পরিষদের সভাপতি সাংবাদিক আলীউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী,উন্নয়ন কমিটির আহবায়ক আবু তাহের মেম্বার, সংবর্ধীয় অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হারুন, নাহার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হাসেম,পরিচালক দিদারুল আলম হাসান,পরিচালক সাইফুল ইসলাম হেলাল।
এসময় আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশন ও নাহার গ্রুপের পক্ষ থেকে মাদ্রাসার নবনির্মিত নতুন এতিমখানা ভবন নির্মাণে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন রেজভী,সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম,গর্ভনিং পরিষদের শিক্ষানুরাগী অধ্যাপক সাইফুল আলম মাসুদ,অভিভাবক সদস্য আকতার হোসেন,আহসান উল্লাহ,সমাজের মান্যগন্য ব্যক্তি শফিউল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাগেরসহ মাদ্রাসার আরবি প্রভাষক,সহকারী মাওলানা, সহকারী শিক্ষক, ইবতেদায়ী শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন মাদ্রাসা গর্ভনিং পরিষদ, উন্নয়ন কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষক- কর্মচারী।