

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামিক মিশনারী সেন্টার সুখবিলাস মাদ্রাসা’র দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ইমরান নবী’র নির্মম হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের দশমাইল মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গণে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও মাওলানা মুফতি এরশাদুল আলম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি সাইফুল, মাওলানা কামাল উদ্দীন, মুফতি আনসার, মাওলানা ইদ্রীস,মাওলানা তাওহীদুল ইসলাম,মাওলানা নুরুল আমিন, মাওলানা দীদার,মাওলানা শাহেদুল ইসলাম, ইউপি সদস্য কাইয়ুৃৃম হোসেন মিরাজ, ব্যাবসায়ী মাসুম সর্দার প্রমূখ।