চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হল মারকাযুত তাকওয়া বালিকা মাদ্রাসা।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকালে মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মারকাযুত তাকওয়া বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি ছিলেন শিলক খন্ডলিয়া পাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা সুলতান আহমেদ,প্রধান বক্তা ছিলেন সরফভাটা জামেয়া মেহেরিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা আনাস মাদানী।
মুফতি আবদুস শুক্কুর হাম্মাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া মেহেরিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নেছার আহমাদ, মুহাদ্দিস মাওলানা আব্দুস সাত্তার,মুহাদ্দিস মুফতি হাফিজুর রহমান,মাওলানা মোজাম্মেল মেম্বার,সরফভাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, মারকায পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মাওলানা ক্বারি ইসমাইল,নির্বাহী পরিচালক মাওলানা দিদার এলাহী ,মারকাজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মাওলানা নাসির, মেহেরীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফ্তি দিলদার বিন কাশেম ,মাওলানা ফজল করিম জিহাদী শহিদুল্লাহ চৌধুরী,সাংবাদিক জগলুল হুদা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মারকাজ পরিচালনা পরিষদের সদস্য মাওলানা হাজী লোকমান, মাওলানা মহিউদ্দীন, মাওলানা আবদুর আজিজ, হাফেজ মো. জমির, মো. আজগর আলী,মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সরফভাটার ওলামায়ে কেরাম,ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ ইসলামি বিধান অনুসারে আরবী শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষা দেওয়া হবে মাদ্রাসাটিতে। দেশবরণ্য নারী আলেমেদ্বিন শিক্ষিকা দ্বারা এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ পর্দামেনে করা হবে বলে জানান তারা। নারী শিক্ষার উজ্জ্বল আলোকবর্তীকা হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আগত অতিথিবৃন্দ।