

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইসলামী ঐক্যজোট রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে কেন্দ্রীয় ইসলামী ঐক্যজোট এর মহাসচিব ও ঢাকা লালবাগ মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ’র সাথে রাঙ্গুনিয়া উপজেলা আলেম-ওলামা, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাথে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা শনিবার (১৩ এপ্রিল) সকালে পূর্ব সরফভাটা সিকদার পাড়াস্থ মুফতি ফয়জুল্লাহ এর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ঐক্যজোট রাঙ্গুনিয়া থানা শাখার সভাপতি মাওলানা ক্বারী ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় ইসলামী ঐক্যজোট এর মহাসচিব,ঢাকা লালবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল কায়েদে মিল্লাত আল্লামা মুফতি ফয়জুল্লাহ হাফিঃ।
কেন্দ্রীয় ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের নেতা মাওলানা আব্দুল আজিজ আমিনীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা ক্বারী শওকত বিন মুসা, মাওলানা আব্দুল্লাহ মেহেরি,মাওলানা শেখ হারুন, মাওলানা জুবায়ের,মাওলানা ইলিয়াস,মাওলানা ক্বারী রহিমুল্লাহ, মাওলানা সিরাজ, মাওলানা মুফতি দিলদার বিন কাসেম, হাফেজ মাওলানা আবুল আনসার, হাফেজ মাওলানা রফিক, মাওলানা কামাল, মাওলানা রুহুল্লাহ, মাওলানা আয়মন, মাওলানা ক্বারী জাহেদ, মহি উদ্দিন প্রমুখ।

এছাড়াও ইসলামী ঐক্যজোট, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও মুহতামিম উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।