![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000099675-1024x461.jpg)
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর আল্লামা শেরে বাংলা ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে মুরাদনগর বিল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক আব্দুল শুক্কুর,উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000098985-1024x461.jpg)
খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য মাহবুব আলম,দিদার লাহেড়ী, যুগ্ম আহবায়ক এস এম মনির,ওয়ার্ড় বিএনপি নেতা সেকান্দর হোসেন,ওলামাদল নেতা মোহাম্মদ ফারুক, পৌরসভা শ্রমিকদলের সভাপতি রেজাউল করিম, পৌরসভা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন,শ্রমিকদল নেতা মাহবুব আলম,পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,এনাম খান, প্রবাসী সংগঠক গিয়াস উদ্দিন ফয়সাল,মুরাদ নগর হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন মোক্তার, কামরুল ইসলাম, এনাম, শহিদুল্লাহ সহ অন্যান্নরা।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2025/02/1000098981-1024x462.jpg)
উদ্বোধনী খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন ঘাটচেক ক্রিকেট একাদশ বনাম সৈয়দ বাড়ি ক্রিকেট একাদশ, ট্রসে জিতে ঘাটচেক একাদশ ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৬৮ সংগ্রহ করে ৬৯রানের টার্গেট ছুড়ে দেন,পরে সৈয়দ বাড়ি একাদশ ৫ ওভারে ৬৩ রান সংগ্রহ করলে, ঘাটচেক একাদশ ৬ রানে বিজয় অর্জন করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয়।