চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটা ইউনিয়নে অবস্থিত বিভিন্ন স্কুলের অসহায়, দুস্থ ও হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন সরফভাটা ইউনিয়নের বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী প্রকৌশলী এস.এম তৌহিদুল ইসলামের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান নুরুল-আমাতুল ফাউন্ডেশন।
শনিবার (১১ মে) সকালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে সরফভাটা সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সাবেক প্রাক্তন শিক্ষক আলহাজ্ব এস.এম. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আলহাজ্ব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,উদ্বোধনী বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাস্টার আবদুল রউফ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান সরফী, শুভেচ্ছা বক্তব্য রাখেন গণপূর্ত অধিদফতর নির্বাহী প্রকৌশলী নুরুল- আমাতুল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. তৌহিদুল ইসলাম।
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও বিজয় টিভির রিপোর্টার এস. এম. নওশাদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মনির আহমদ বিএসসি ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হারুন, সরফভাটা সমিতি চট্টগ্রাম এর সাবেক সভাপতি আলহাজ্ব কাজী এস.এম. মমতাজুল হক, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর সভাপতি ডাক্তার আবুল ফজল,সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জন বৈদ্য,সাবেক জেলা সমবায় অফিসার নুরুল- আমাতুল ফাউন্ডেশনের আলহাজ্ব বাদশা মিয়া, সদস্য এস.এম. আবুল মুনছুর প্রমূখ।
পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ।