

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় যানজট নিরসনে সড়কে ট্রাফিকে দায়িত্বে কাজ করছে নবনির্বাচিত রাঙ্গুনিয়া সিএনজি অটোরিকশা চালক সমিতি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বিকালে উপজেলার প্রবেশপথ পোমরা শান্তিরহাট ও গোছরা চৌমুহনী বাজারে দায়িত্ব পালনকালে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ তথ্য জানান।

এসময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন,প্রতিবছর রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ণ সড়ক পোমরা শান্তিরহাট ও গোচরা চৌমুহনী বাজারের সড়ক। এ সড়কে যানজট সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা পর করতে হয় যাত্রীদের।যাত্রীদের সুবিধার্থে সৌদি আরব প্রবাসী হাজী এয়াকুব আলীর সার্বিক সহযোগিতায় ঈদের দিন থেকে শুরু করে আজ চারদিন পর্যন্ত সড়কের শৃঙ্খলা ফিরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সমিতির নেতৃবৃন্দরা এবং আরো দুই তিন দিন থাকবে বলেও জানান। এ কাজে সহযোগিতা করায় আলহাজ্ব এয়াকুব আলীকে ধন্যবাদ জানান।

সিএনজি সমিতির সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি’র নেতৃত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি নেজাম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক গোলাফুর রহমান,অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল,দপ্তর সম্পাদক ইমরান হোসেন,লাইন সম্পাদ সাইফু, সদস্য ফোরকান,রাসেল,বাদশা প্রমূখ।

প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান,ঈদের দিন থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে দীর্ঘঘন যানজট থাকলে পোমরা শান্তিরহাট ও গোছরায় তেমন যানজট দেখা মিলেনি। যানজট নিরসনে সমিতির নেতৃবৃন্দ আগে থেকে উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান।