চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প মাল্য অর্পণ করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২.১ মিনিটে উপজেলা প্রশাসনের শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করেন।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সভাপতি মো. জামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হাছান চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।