রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি বি.কে. লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি'র শ্রদ্ধেয় পিতা এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
মঙ্গলবার (২৬সেপ্টেম্বর)বিকালে গোডাউন চত্বর থেকে লিটন চৌধুরী ও মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলা,রাঙ্গুনিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থক নিয়ে পরিবহন যোগে এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পূর্বে তথ্যমন্ত্রী বাসভবনের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথিরর বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র ছোট ভাই পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম চৌধুরী কমিশনার,আবু তালেব সানি, সাংগঠনিক সম্পাদক আরমান তালুকদার,সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বেলাল, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর মেম্বার, উপ- সাংস্কৃতিক সম্পাদক প্রণব দে সহ সম্পাদক শওকত মেম্বার, সদস্য দিলদার মেম্বার, পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ সিরাজ,সাধারণ সম্পাদক এহসান,বেতাগী যুবলীগের সভাপতি জানে আলম মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার,সরফভাটা যুবলীগের সভাপতি মঈন উদ্দীন মহিন, সিনিয়র সহ সম্পাদক মোজাহেরুল ইসলাম তালুকদার, সহ সভাপতি মোহাম্মদ হাছান, সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস,সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, মন্জুরুল ইসলাম মঞ্জু,জনি ইব্রাহিম,কোদালা যুবলীগের সভাপতি আবদুল জব্বার, পারুলা যুবলীগের সভাপতি আবুল হাশেম মেম্বার,শিলক ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ তালুকদার,সাধারণ সম্পাদক লিটন,স্বনির্ভর রাঙ্গুনিয়া যুবলীগের সাবেক সভাপতি বাদশা মেম্বার, বর্তমান সভাপতি ইব্রাহিম খলিল, লালানগর যুবলীগের সভাপতি সাবেক সভাপতি কাঞ্চন, বর্তমান সভাপতি হারুন মেম্বার,পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের নেতা নুরুল উদ্দীন, রাজানগর যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক লোকমান গনি, পৌরসভা যুবলীগের নেতা শওকত, ফোরকান, সোহেল,সরফভাটা ছাত্রলীগের সহ সভাপতি আরফাতুল ইসলাম,আতিক আসলাম আরকানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ,
এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্যের শুরুতে সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান সহ রাঙ্গুনিয়া উপজেলা আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।
এ সময় তারা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগকে তৃণমূল নেতৃবৃন্দের সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি`র সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতাকে পুনরায় বিজয় সুনিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।
এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বি.কে.লিটন চৌধুরী ও মোহাম্মদ ইউনুসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে ধন্যবাদ জানান এবং লিটন- ইউনুস এর নেতৃত্বের আগামী নির্বাচনে ড. হাছান মাহমুদকে বিজয়ী করার জন্য ভূমিকা পালন করবে।