রাঙ্গুনিয়ায় পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি করেন পোমরা ইউনিয়ন গাউছিয়া সমিতি ও যুব সমিতি।
শুক্রবার বাদে জুমা পোমরা খাঁ মসজিদ গেট থেকে র্যালিটি বের পোমরা শান্তিরহাট বাজারে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোমরা খাঁ মসজিদ এর খতিব মাওলানা মুহাম্মদ জরিপ আলী আরমানি, স্বাগত বক্তব্য রাখেন খাঁ মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ইকবাল হোসাইন সাদ্দাম, পোমরা গাউছিয়া সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল।
এ সময় অংশগ্রহণকারীরা জানান, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসলাম ও মাহে রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে মাহে রমজানে নানা আয়োজনের কথাও জানান তারা।
পোমরা গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
পোমরা গাউছিয়া সমিতির উপদেষ্টা মাওলানা আবদুল মান্নান হারুনী নুরুল আমিন কেরানি,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, যুব সমিতির ফারুক শাহ, জাহাঙ্গীর আলম, প্রকৌশলী সাইফুল ইসলাম, মাওলানা আবদুল গফুর, রবিউল হোসেন মুন্না,রানাসহ গাউছিয়া সমিতি ও যুব সমিতির নেতৃবৃন্দ।