

চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালে জিপিএ ৫ ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার(২৫ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লোকমানুল হক তালুকদার ও অভিভাবক সদস্য মুক্তি সাধন বড়ুয়ার সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান
সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাফর ছালেক সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয় এর পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ওয়াল্টন শো-রুমের সত্ত্বাধিকারী লোকমানুল হক তালুকদার, অভিভাবক সদস্য মুক্তি সাধন বড়ুয়া, অভিভাবক সদস্য এনামু উদ্দিন আইয়ুব,সেলিম তালুকদার, আনোয়ার করিম,রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম,সদস্য সিরাজুল করিম প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহা আমানত ইলেকট্রনিকস ওয়াল্টন শো-রুম সত্ত্বাধিকারী জাবেদ তালুকদার, শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন,শিক্ষক প্রতিনিধি রহিম উদ্দিন সিকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান সম্পর্কে লোকমানুল হক তালুকদার ও মুক্তি সাধন বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য বিদায় অনুষ্ঠানে আমরা অঙ্গীকার করেছি শিক্ষার্থীরা যদি ভাল ফলাফল করে তাহলে তাদেরকে সংবর্ধিয় করা হবে আজ সে অঙ্গীকার পূরণ করেছি। আমি আমার প্রতিষ্ঠান ওয়াল্টন শো-রুমের পক্ষে সহযোগিতায় এগিয়ে এসেছি।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানকে স্বাগত জানান এবং আগামীতে এ ধারা অব্যহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষাথীরাও এ সংবর্ধনা অনুষ্ঠানকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো ভাল ফলাফল করতে উৎসাহীত করবে।