চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্দীপ পাড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি'র স্মরণে প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ফেব্রুয়ারী) রাতে সন্দীপ পাড়াস্থ ক্বার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ঘনিয়া খোলা বয়েজ ক্লাব বনাম ফেন্ডস একতা সংঘ ফুটবল একাদশ। ফেন্ডস একতা সংঘ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঘনিয়া খোলা বয়েজ ক্লাব।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ফারুক খান এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাহাজাহান সিকদার, প্রধান বক্তা রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, প্রধান উদ্বোধক রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, প্রধান আকর্ষণ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল,স্বাগত বক্তব্য রাখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদের সভাপতি আবদুল সাত্তার,সাধারণ সম্পাদক জহির আহম্মদ।
কোদালা ইউনিয়ন যুবদলের আহবায়ক সেলিম ডালিম ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের নেতা আসলাম খান সাঈদ এর যৌথ সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,যুগ্ম আহবায়ক এবিএম আজম খাঁন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল,কোদালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খাঁনসহ সম্মানিত অতিথি ছিলেন কোদালা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মিজান,মোহাম্মদ ইমরান,সালাহ উদ্দিন
,মাসুদ রানা, মিজান শেখ, মোহাম্মদ সুমন, কোদালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজ,যুগ্ম আহবায়ক মোহাম্মদ এনামসহ মোহাম্মদ জাহাঙ্গীর, ছাত্রদলের নেতা মোহাম্মদ নাছের প্রমূখ।