

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাওন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দিন হাছান, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর রশিদ মাসুদ,

সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, অধ্যাপক আহমদ শাহা আলমগীর, সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দীন,কৃষি বিষয়ক সম্পাদক কোরবান আলী, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী, সহ দপ্তর সম্পাদক বেলাল উদ্দীন, ছাত্রসেনা উত্তর,দক্ষিণ ও মধ্যম এর সভাপতি ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,শাহে ইমরান রনি,রবিউল মোস্তফা রাফি, আবদুল রশিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতীয় উন্নতি ও শহীদে নিহত সকলের পরিবারের স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত মাওলানা করিম উদ্দিন নুরী।