চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও জনগণের প্রত্যক্ষ ভোটে ৬ বারের নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী, প্রহসনের বিচারে শাহাদাত বরণকারী শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরীর ৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভাসহ রাউজানের গহিরাস্থ পরিবহনযোগে কবর জিয়ারত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরীর স্মৃতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (৬ নভেম্বর) বিকালে সরফভাটার ইত্যাদি চত্বরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সভাপতি জহিরুল ইসলাম বলু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য জামশেদ মেম্বার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের নেতা সাবেক সরফভাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শোয়েব কাদের,সরফভাটা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো.ফরিদ, পারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো.সোহেল,
রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ফরহাদ,. দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরবিন হুমায়ুন প্রমূখ।
এসময় সরফভাটার ইত্যাদী চত্বরকে শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী চত্বর ঘোষণা করার জোর দাবি জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরবিন হুমায়ুন এবং অন্যান্য বক্তারা আগামী সংসদ নির্বাচনে হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ বাহাদুর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম তালুকদার,সহ সভাপতি হাসান, নুরুল আবছার, ইদ্রিস, যুগ্ম সম্পাদক শাহজাহান,মোক্তার বিন হারুন, ইলিয়াস কাদের, সহ সাংগঠনিক সম্পাদক নাছের সায়িদ,যুবদলের নেতা রাশেদসহ স্মৃতি পরিষদ পরিষদের মো. ইকবাল হোসাইন, মোহাম্মদ আলী, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ. মো.বয়ান, মোহাম্মদ জোয়েল, মো. কামাল, মো. জসিম, মো. সাইফুসহ স্মৃতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিকাল দুইটা হতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা তথা সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়নের শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরীর স্মৃতি ঐক্য পরিষদের নেতাকর্মীর মিছিল সহকারে ইত্যাদি চত্বরে এসে মিলিত হয়, পরবর্তীতে মোটর শোভাযাত্রাসহ শতশত নেতাকর্মী ও সমর্থক নিয়ে ইত্যাদি চত্বর থেক শুরু হয়ে কাপ্তাই, রাউজান ও হাটহাজারী সড়কের গুরুত্বপূর্ণ হাট- বাজার প্রদক্ষিণ শেষে গহিরা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরীর করব জিয়ারত করেন। পরে দেশ ও কল্যাণ কামনা করে শেষ করা হয়।