চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী 'র স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী নদীর তীরে খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ খেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহেদ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি'র সদস্য ও সাবেক রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম, উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুহসিন, স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার লাহেড়ী।
খেলায় বিশেষ অতিথি ছিলেন রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক এস.এম মনির, রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সদস্য এনামুল ইসলাম,মোহাম্মদ জাবেদ সওদাগর,মোজাম্মেল সওদাগর,ধারাভাষ্যকার মোক্তার হোসেন আকাশসহ খেলায় পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ মিন্টু, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ মামুন, মুহাম্মদ আসিফ প্রমূখ।
রেফারি মানিক কান্তি দাশ,হেলাল উদ্দিন ও মাসুদ এর পরিচালনায় উদ্বোধনী খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন মুরাদনগর কিং স্টার ফুটবল একাদশ বনাম দক্ষিণ ঘাটচেক দক্ষিণ পাড়া ফুটবল একাদশ। আত্রুমন টু পাল্টা আত্রুমনের মধ্য দিয়ে প্রথমার্ধ ও দ্বতীয়র্ধ গোল শূন ড্র হলে সিধান্তত্রুমে খেলা সরাসরি ট্রাইব্রুকারে গড়ায়, ট্রাইব্রুকারে দক্ষিণ ঘাটচেক দক্ষিণ পাড়া ফুটবল একাদশকে ৪- ২ গোল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে মুরাদনগর কিং স্টার ফুটবল একাদশ।