চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফ এর প্রাণপুরুষ শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় বেতাগী ইউনিয়নের অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী মাদ্রাসা ও কেজি স্কুল হতে ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ ৫০জন শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৮জানুয়ারি ) সকালে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার হল রুমে দরবার-এ বেতাগী আস্তানা শরীফে সাজ্জাদানশীন পীরে তরিক্বত আল্লামা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করা হয়।
প্রবীণ শিক্ষাবিদ এ.এইচ.এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আরিফুর রহমান রাশেদ এর সঞ্চালনায় অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী আস্তানা শরীফের শাহাজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ,অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী,আহমদ সাঈদ, হাজী দলিলুর রহমান,মাস্টার ফরিদ আহমদ,মাস্টার ফারুখ আহমদ, মাস্টার আব্দুর রহমান,মুহাম্মদ শাহজাহান আত্তারী, মুহাম্মদ জামাল হোসাইন,মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, মাওলানা মোজাম্মেল হক, মমতাজুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ জাবেদ ও মুহাম্মদ জাহেদ প্রমূখ।
অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নের ১১ প্রাথমিক বিদ্যালয়, ৫টি কে.জি স্কুল, ৪ টি ইবতেদায়ী মাদরাসার মোট ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।