

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে স্কুলের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি সাবেক ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুল হক হিরোর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মইন দ্দিনের,শিক্ষক অভিভাবক সমিতির সহ-সভাপতি কায়সার আলী।

সমাবেশে আরো বক্তব্য ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি কাউছার আলীসহ আলমগীর,জয়নাল আবেদীন,ফাতেমা বেগম লাকী, সদস্য মুহাম্মদ আলী,মুহাম্মদ মুসা,ইমাম উদ্দিন,মহিলা সদস্য কামরুন্নুর নাহার,ডেজি আকতার, রাশেদা বেগম, কাজী মুহাম্মদ খালেদ নিজাম,খোরশেদ আলম, পারভীন আকতারসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।

এসময় অতিথিরা অভিভাবকের পরামর্শ ও অভিযোগ শুনেন এবং শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য শিক্ষক ও অভিভাবক অগ্রণী ভূমিকা পালনের করার আহবান জানান।

এছাড়াও শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে নজর রাখা এবং স্কুলের পড়ালেখার পাশাপাশি বাড়িতে বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকে ও নজর দিতে হবে।