বাংলাদেশ জমিয়তুল মোদাররেসীন,রাঙ্গুনিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় এমপিও ও নন- এমপিও ভূক্ত মাদ্রাসার শিক্ষকদের ৬ষ্ট ও ৭ম শ্রেণির নতুন কারিকুলামে শিখককালীন মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও মূল্যায়ন অ্যাপসের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৭নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া আলমশাহ কামিল মাদরাসার অডিটোরিয়ামের হল রুমে প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জমিয়তুল মোদাররেসীন,রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস নুরী এর সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন চট্ট মেট্রো জেলা সুপার ভাইজার আবু তৈয়ব,রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা।
প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক শিক্ষককে ৬ষ্ট ও ৭ম শ্রেণির নতুন কারিকুলামে শিখককালীন মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও মূল্যায়ন অ্যাপসের ব্যবহার বিষয়ক বাংলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।