চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত মোহাম্মদ পারভেজের স্বরণ সভা রবিবার ( ১৪ আগষ্ট) বিকালে শিলক ইউনিয়নের মুজিব ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
শিলক ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি পারভেজ তালুকদারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই ও এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ,সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদৌহা সিকদার আরজু।
শিলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার লিটনের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী,উপদেষ্টা মন্ডলির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, শহিদুল্লাহ চৌধুরী আয়ুব খান, উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বি.কে চৌধুরী লিটন, সহ সহ সভাপতি ওমর ফারুক চৌধুরী, ওসমান তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু তালেব সানি,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমদ, উপ সাংস্কৃতিক সম্পাদক বাবু প্রনব দে, মরহুম মোহাম্মদ পারভেজের ছোট ভাই প্রবাসী সংগঠক মোহাম্মদ ফয়সাল,শিলক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাশেম মাষ্টার,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মহির উদ্দিন মহি, জামাল উদ্দীন, আবদুল জব্বার, মঈন উদ্দীন, জানে আলম মেম্বার,জামাল উদ্দিন সিকদার,অমর বড়ুয়া বুলন,অর্পন বড়ুয়া, রবিন রাজ, ছাত্রলীগের নেতা জোবায়ের আল হাসান,রবিউল মোস্তফা, আকিবুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ সাকিব, জামশেদ আলী মুন্নাসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মরণশীল, জম্মিলে মরতে হবে, এটাই সৃষ্টিকর্তার নিয়ম, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যাওয়ার সময় কি নিয়ে যাবো, এ কথা মনে রেখে আমার আপনার সকলের বেশি বেশি ভালো কাজ করা উচিত। আল্লাহ মোহাম্মদ পারভেজ কে পরকাল জীবনে সুখে শান্তিতে ভালো রাখুক এটাই কামনা আমাদের।