

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী যুবসেনা, শিলক ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় আহমদ ছাপাকে সভাপতি, সাদেক নুরকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ আরিফুর ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, মধ্যম দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন।
বৃহস্পতিবার ( ২৯ আগষ্ট) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বে করেন শিলক ইউনিয়ন যুবসেনার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী আহমদ ছাপা।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আরিফুর ইসলাম।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিলক ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ মাস্টার,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদের মশলিসের সুরার সদস্য কাজী কামরুল ইসলাম শামীম, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এস.এম. শহিদুল্লাহ।
এসময় শিলক ইউনিয়ন শাখার আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।