চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাফুফে ওয়ান স্টার সনদ প্রাপ্ত ক্রীড়া সংগঠন শেখ রাসেল ফুটবল একাডেমির আয়োজনে শেখ রাসেল কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে শিলক ফুটবল একাদশকে ড্রাইভাগারে ৩-১ গোলে পরাজিত করে প্রথম সেমিফাইনালে উঠে পানছড়ি ফুটবল একাদশ।
মঙ্গলবার(২২আগষ্ট) বিকালে পোমরা উচ্চ বিদ্যালয় এর খেলাার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য খেলায় এ জয় অর্জন করেন পানছড়ি ফুটবল একাদশ।
শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমী সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন পোমরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মফজল আহমদ কনট্রাকটর, উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাছির,সংবর্ধিয় অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সাবেক কৃর্তি ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া,স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল ফুটবল একাডেমি রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এমরুল করিম রাশেদ।
ফুটবলার আবদুল ছবুরের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আ'লীগ এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক,পোমরা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন,শেখ রাসেল ফুটবল একাডেমির সহসভাপতি আলহাজ্ব এম.এ বাবুল, পোমরা ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ,ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, পোমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিফুর করিম সাব্বু, ফুটবলার আবদুল মান্নান, মুহাম্মদ সেলিম প্রমুখ।
ফুটবলার আবদুল্লাহ আল মামুন উপস্থাপনায় বাফুফে প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান রতন কান্তি গুপ্ত , সহকারী রেফারি ওয়াহিদুল আলম ও সিরাত পরিচালনায় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পানছড়ি ফুটবল একাদশ ও শিলক ফুটবল একাদশ।
খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে মধ্যে দিয়ে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে গোল শূন্য শেষ হলে পরে ড্রাইভাগারে ৩-১ গোলে জয় অর্জন করে পানছড়ি ফুটবল একাদশ।
সর্বোচ্চ সুন্দর খেলা উপহার দেয়ায় পানছড়ি ফুটবল একাদশের গোলকিপার রাজকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।