চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ প্রায় আড়াইশ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়াসরফভাটা ইউনিয়নের ভাল্যুকিয়া তৈয়বিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাক্তার এস.এম আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম রেজা, উদ্বোধকের বক্তব্য রাখেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী,সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি চৌধুরী,সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুর সওদাগর,সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদারসহ সার্জেন্ট শাকিল আহমদ,জাহাঙ্গীর তালুকদার, নঈম উদ্দিন,মোরশেদ তালুকদার, মনজুরুল ইসলাম,আবু বক্কর চৌধুরী,মিজানুর রহমান প্রমুখ।