

রাঙ্গুনিয়ায় শুভ মহালয়া উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শনিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু শেখর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ।

পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু টিটু সেন ও শিলক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু প্রণব কুমার দে’র এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার,চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য আকতার হোসেন খান,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আরজু সিকদার, বিশিষ্ট ধর্মানুরাগী বাবু দীপেন শাহা,সাবেক চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু মাস্টার নির্মল কান্তি দাশ, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু তপন কুমার দত্ত, সাবেক সভাপতি বাবু অধ্যাপক অসীম কুমার শীল,সাবেক সভাপতি বাবু বিভূতি ভূষণ সেন, রাঙ্গুনিয়া উপজেলা জয়রাম পরিষদের সভাপতি বাবু বিধান রায় বিশ্বাস,রাঙ্গুনিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবু বিজয় কুমার সেন, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক বাবু ত্রিদীপ কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাবু রিটন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক বাবু দিলীপ দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ও রাঙ্গুনিয়া উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বীর মুক্তিযোদ্ধা ডা. অঞ্জন বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা প্রদীপ শংকর রায়,মাস্টার অঞ্জন দাশ, সুধীর দাশ,মাস্টার গোপাল কৃষ্ণশীল,প্রণব দাশ গুপ্ত,ডা.রাজু দেব,উজ্জ্বল কান্তি দে,রাজেশ ধর, মাস্টার অমুলেন্দ ধর,মিশন চক্রবর্ত্তী,মাস্টার রাতুল বৈদ্য,বাবুল তালুকদার,স্বপন মহাজন প্রমুখ।

অনুষ্ঠানে শেষে ৩০০ সনাতন ধর্মালম্বী নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিরা।