চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সামাজিক,অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন চন্দ্রঘোনা সিকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ২আগষ্ট) বিকালে চন্দ্রঘোনা সিকদার পাড়ার চৌরাস্তা মোড়ে চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
চন্দ্রঘোনা সিকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গোলাম হায়দার মাস্টার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আলী আজগর সাজ্জাদ এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা সিকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আবদুশ শুক্কুর মাস্টার, উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাস্টার মুহাম্মদ ইউসুফ।
এসময় অতিথিরা বলেন,মানুষের মৌলিক চাহিদা পূরণসহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ সংরক্ষণ,কার্বন আধার সৃষ্টি,জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা সিকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদের গাজী মুহাম্মদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সিকদার,সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুজাদ্দিদ, মামুনুর রশীদ,সহ প্রবাসী বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম সিকদার,সাংগঠনিক সম্পাদক আবদু়ল্রাহ আল কাইযুম,সহ সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন,শুভাকাঙ্ক্ষী ওবায়দুল হক,বৃক্ষ রোপণ কর্মসূচীর আহবায়ক রবিউল ইসলাম ইমন, সদস্য সচিব ইরফানুল ইসলাম সাজিদ,সহ অর্থ সম্পাদক আবু আসিফ সিকদার,প্রচার সম্পাদক আরফানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।