চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবার্হী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী স্কুল ব্যাচ-১৭ এর সহপাঠী ও বন্ধু দেশে ও প্রবাসীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী নদীর তীর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গোডাউন ব্রীজের নিচে প্যান্ডল লাগিয়ে ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি সর্বজন শ্রদ্ধে শিক্ষক কবি ও লেখক আবদুল রউফ মাস্টার।
ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনকে প্রধান অতিথি মাস্টার আবদুর রউফ ধন্যবাদ জানান, শিক্ষার্থীদের এক অপরের প্রতি মিলবন্ধন যেন অটুট থাকে এবং ভবিষ্যৎতে সমাজের অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় ব্যাচের শিক্ষার্থীরা প্রতিবছর রমজান মাসের এ ইফতার মাহফিলে আয়োজনকে ধন্যবাদ জানান এবং দীর্ঘদিনপর এক অপরের সাথে মিলিত হয়ে আনন্দে বিমোহিত হয়ে পড়েন এবং ভবিষ্যৎ তাদের বন্ধুত্ব বজায় রাখার জন্য সমাজের অসহায় ও দুস্থ পরিবারে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।